জোর ধাক্কা শাসক দলে, বিজেপিতে দু’বারের তৃণমূল বিধায়ক
উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে তৃণমূলে বড়সড় ভাঙন। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ইটাহারের বিদায়ী বিধায়ক ও তৃণমূলের জেলা চেয়ারম্যান অমল আচার্য (Amal Acharjee)। জানা গিয়েছে, একুশের নির্বাচনে তাঁকে প্রার্থী না করায় এই সিদ্ধান্ত নিয়েছেন ২ বারের এই বিধায়ক।
উল্লেখ্য, ইটাহার থেকে এবার লড়ছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর উপস্থিতিতে অমল আচার্য-সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন।
বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে কাটমানির সরকার বলে কটাক্ষ করেন অমল আচার্য। পাশাপাশি, তিনি আরও জানান, দলে যোগ্য সম্মান না পেয়েই বিজেপিতে যোগদান করেছি। তৃণমূল এখন কর্পোরেট দলে পরিণত হয়েছে। গরুপাচার, কয়লা পাচার-সহ বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে জড়িত তৃণমূল। এই দল ত্যাগ করলাম।
এদিকে, অমল আচার্যের বিষয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, কে গেল কে এল এতে কিছু যায় আসে না। টিকিট পাবেন না জেনে আগে দল ত্যাগ করেননি কেন? যাঁরা বুকের রক্ত দিয়ে তৃণমূল দলটা করেছে তাঁরাই দলের সম্পদ। ওনার মতো নেতা থাকল কি গেল তাতে কিছু এসে যায় না। এতে দলে কোনও প্রভাব পড়বে না।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

