কয়লা চুরির টাকা অভিষেকের স্ত্রীর অ্যাকাউন্টে দিলেন অশোক মিশ্র: ইডি
কলকাতা: কয়লা চুরি কাণ্ড চাঞ্চল্যকর তথ্য পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি আধিকারিকরা জানিয়েছেন, কয়লা চুরি কান্ডে ১০৯ দিনে ১৬৮ কোটি টাকা পেয়েছিলেন বাঁকুড়ার আইসি অশোক মিশ্র (Ashok Mistra)। কয়লা পাচারে পাওয়া সেই টাকা রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে তুলে দিতেন অশোক মিশ্র।
ইডি আধিকারিকরা জানিয়েছেন, অশোক মিশ্রকে যে টাকা দেওয়া হত, তার রসিদও পাওয়া গিয়েছে। নিজে সই করে ওই টাকা নিতেন তিনি। সেই রসিদও আদালতে পেশ করেছে ইডি। এগুলো প্রোটেকশন মানির টাকা বলে জানিয়েছেন ইডি আধিকারিকরা।
ইডি আধিকারিকরা জানিয়েছেন, কয়লা পাচারে পাওয়া সেই টাকা থাইল্যান্ড ও লন্ডনের অ্যাকাউন্টে জমা পড়ত। থাইল্যান্ডের অ্যাকাউন্টের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের যোগ পাওয়া গিয়েছে ও লন্ডনে অ্যাকাউন্ট রয়েছে অভিষেকের শালীর।
ইডি কর্তারা জানিয়েছেন, অশোক মিশ্রকে ৬ সমন পাঠানো হয়েছিল। তার একটিরও জবাব দেননি তিনি। কোনও প্রভাবশালীর ছত্রছায়ায় ছিলেন তিনি। তা না হলে এমনটা সম্ভব নয়। তাই শেষমেষ তাকে গ্রেফতার করা হয়। জেরায় প্রথমে তিনি কোনও কিছু স্বীকার করতে চাননি। পরে ভাউচার দেখানো হয়। তাকে জেরা করে প্রভাবশালীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

