Wednesday, July 24, 2024
বিনোদন

‘সুন্দরীদের ধর্ষণ করা যায়, সেজন্যই অভিনয় করতে ভালোবাসি’

ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিপুল জনপ্রিয় ইংরেজি ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’-এর অভিনেতা জেসন মোমোয়া। তিনি বলেন, ধারাবাহিকটিতে সুন্দরীদের ধর্ষণের সুযোগ মেলে, সেজন্যই তিনি সেখানে অভিনয় করতে ভালোবাসেন।

সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের খবর অনুযায়ি, ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ‘কমিক কন ফেস্টিভালে’ তিনি মন্তব্যটি করেছিলেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার মোমোয়ার বিতর্কিত ওই বক্তব্যের ভিডিওটি টুইটারে প্রকাশিত হয়।

ভিডিওটিতে জেসন মোমোয়া বলেন, ‘বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর ও উদ্ভট হলেও, ধারাবাহিকটি আমি ভালোবাসি।’

এর কারণ জানাতে গিয়ে এক প্রশ্নের জবাবে মোমোয়া মজা করে বলেন, ‘সেখানে অনেক কিছুই আছে আপনি করতে পারবেন। যেমন, কারো জিহ্বা ছিঁড়ে নিতে পারবেন… সুন্দরী ধর্ষণ করতে পারবেন… জানেন তো?’

এই বক্তব্যের পর আশপাশের মানুষ হেসে ওঠেন। তবে মোমোয়ার সঙ্গীরা পড়ে যান অস্বস্তিতে। বিষয় বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি পরের প্রশ্নের জন্য অনুরোধ করেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে মোমোয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সকলে ওই মন্তব্যের তীব্র নিন্দা জানান। ওই মন্তব্যের বিষয়ে ক্ষমা চেয়েছেন জেসন মোমোয়া। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, বেশ কয়েক বছর আগে করা ওই মন্তব্যের কারণে তিনি দুঃখিত। ওই মন্তব্যের জন্য নিজের প্রতি তিনি এখনো হতাশ বলেও জানান।

I APOLOGISE Aloha j

A post shared by Jason Momoa (@prideofgypsies) on