Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

অধূমপায়ীদের জন্য বার্ষিক ৬ দিন বেশি ছুটি

জাপানের টোকিওতে অবস্থিত প্রতিষ্ঠান পিয়ালা ইনকরপোরেশন অধূমপায়ী কর্মীদের জন্য বার্ষিক ছুটি ছয় দিন বেশি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পিয়ালা ইনকরপোরেশনের মুখপাত্র হিরোতাকা মাৎসুশিমা সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে বলেন, তাঁদের প্রতিষ্ঠানের অধূমপায়ী কর্মীদের প্রতি চারজনের একজনের অভিযোগ, ধূমপানের বিরতির কারণে কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বিষয়টি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাকাও আসুকাকে জানানো হয়। পরে তিনি অধূমপায়ীদের অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন।

চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রসঙ্গত, ওই প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন ধূমপানের জন্য কমপক্ষে ১৫ মিনিট করে সময় ব্যয় করতেন।

তাকাও আসুকার মন্তব্য, নতুন এই উদ্যোগ কর্মীদের ধূমপান ছাড়তেও সাহায্য করবে।