Monday, November 17, 2025
আন্তর্জাতিক

কুমিল্লা কান্ডে অভিযুক্ত ইকবাল হোসেন ‘পাগল’ বা ‘ভবঘুরে’ নয়, জানালো বাংলাদেশ পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুজো মন্ডপে হনুমানের কোলে কোরআন রাখার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মণ্ডপ, মন্দির, হিন্দুদের বাড়িঘর- দোকানপাটে হামলার ঘটনা ঘটে। কুমিল্লার পুজোমণ্ডপে কোরআন রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেনকে (Iqbal Hossain) ইতিমধ্যেই গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।

ইকবাল হোসেনকে গ্রেফতারের পড় শোনা গিয়েছিল, “ইকবাল হোসেন ভারসাম্যহীন এক ভবঘুরে।” ইকবালকে পাগল হিসেবে দাবি করা হয় নেটিজেনদের একাংশের অভিযোগ ছিল, অপরাধকে লঘু করে দেখাতেই এমন দাবি করা হচ্ছে। তবে ইকবাল পাগল বা ভবঘুরে নয় বলে সাফ জানিয়ে দিল বাংলাদেশ পুলিশ।

সিসিটিভি ফুটেজ দেখে ইকবাল হোসেনকে শনাক্ত করেছিল বাংলাদেশ পুলিশ। এরপর কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ইকবালকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারী পুলিশের দাবি, জেরায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ইকবাল। তবে দাবি করা হয়েছিল ইকবাল নাকি মানসিক ভারসাম্যহীন একজন ভবঘুরে।

বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন ইকবাল। এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে সে বিষয়ে জানতে ইকবালকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির তদন্তকারীরা। সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মহম্মদ রেজওয়ান জানান, ‘জেরায় ইকবাল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে ইকবাল হোসেন পাগল ও ভবঘুর নন।’

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, মসজিদ থেকে কোরআন নিয়ে এসে মণ্ডপের সামনে রাখা হনুমান মূর্তির পায়ে সেটি রাখেন ইকবাল হোসেন। এরপর হনুমানের গদাটি নিয়ে চলে যায় ইকবাল। এই ঘটনায় তীব্র অশান্তি ছড়ায় গোটা বাংলাদেশ জুড়ে।