Saturday, July 27, 2024
দেশ

ভারতীয় সেনার হাতে আসছে অত্যাধুনিক M777 Howitzer বন্দুক

নয়াদিল্লি: ২০১৯ সালের চতুর্থ কোয়ার্টারের মধ্যেই ভারতীয় সেনা বাহিনীর হাতে আসতে চলেছে ‘Make in India’ M777 Howitzer বন্দুক। মহীন্দ্রা ডিফেন্স ফেসেলিটিতেই তৈরি হয়েছে অত্যাধুনিক এই M777 Howitzer বন্দুক।

মহীন্দ্রার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই কাজ সম্পূর্ণ করেছে BAE Systems। ভারতীয় টাকায় প্রায় ৫ হাজার ১৭১ কোটি ২৮ লাখের চুক্তি হয়েছিল অত্যাধুনিক এই বন্দুক তৈরির জন্যে।

এই বন্দুকটি 155 mm 39 calibre towed gun। কোনও সাহায্য ছাড়াই এর শ্যুটিং রেঞ্জ ২৪.৭ কিমি। এর অ্যাসিসটেড রেঞ্জ ৩০ কিমির বেশি। প্রতি মিনিটে পাঁচ রাউন্ড গুলি চালাতে পারে টানা দু’মিনিট। হালকা ও পোর্টেবল এই বন্দুক অনায়াসেই স্থল, জল এবং আকাশে ব্যবহার করা যায়।

BAE Systems জানিয়েছে, এর আগে শুধুমাত্র আমেরিকা এবং ইংল্যান্ডে তৈরি হয়েছে M777 Howitzer বন্দুক। ভবিষ্যতে ভারতে আরও বেশি সংখ্য়ক M777 Howitzer বন্দুক তৈরি করা সম্ভব হবে এবং ভারতের বন্ধু দেশগুলিতে তা রপ্তানিও করা যাবে।