Tuesday, April 23, 2024
Latestদেশ

খাদ্য সংকটে থাকা আফগানিস্তানের পাশে দাড়ালো ‘বন্ধু’ ভারত, ২০ হাজার মেট্রিক টন গম পাঠাচ্ছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: খাদ্য সংকটে ভুগছে তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তান। এই পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাড়ালো বন্দু ভারত। কেন্দ্রের তরফে বলা হয়েছে, সংকটে থাকা আফগানিস্তানকে ২০ হাজার মেট্রিক টন গম পাঠাবে ভারত।

মঙ্গলবার মোদী জানান, আফগানিস্তানে ২০ হাজার মেট্রিক টন গম পাঠানো হবে। তবে পাকিস্তান হয়ে নয়, ইরানের চাবাহার বন্দর দিয়ে এই গম পাঠানো হবে।

ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, “বর্তমান মানবিক পরিস্থিতি মোকাবেলার জন্য, ভারতের তরফে ইরানের চাবাহার বন্দরের দিয়ে আফগানিস্তানের জনগণের জন্য ২০ হাজার মেট্রিক টন গম পাঠানো হবে।’

ভারতের তরফে বলা হয়েছে, আফগানিস্তানের মহিলা ও সংখ্যালঘু-সহ সমস্ত মানুষের অধিকার রক্ষা করতে হবে। পাশাপাশি, দেশের রাজনৈতিক পরিকাঠামোর উন্নতি করতে হবে।

ভারতের এবারের বাজেটে আফগানিস্তানের জন্য ২৫ লাখ ডলার বরাদ্দ করেছে ভারত সরকার। এতে বেজায় খুশি হয়েছে তালিবান সরকার।

উল্লেখ্য, এর আগে পাকিস্তান হয়ে আফগানিস্তানে সাহায্য সামগ্রী পাঠানো হতো। কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যা দেখা দিয়েছে। গম ভর্তি ট্রাক থেকে গমের বস্তা চুরি করে পাকিস্তান।

প্রসঙ্গত, বর্তমানে দেউলিয়া প্রায় অবস্থা পাকিস্তানের। চরম আর্থিক সংকটে রয়েছে পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। আমদানির জন্য বিদেশি মুদ্রাও সীমিত তাদের কাছে। এই পরিস্থিতিতে ভারতের পাঠানো গম চুরির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তাই এবার পাকিস্তান হয়ে হয়, ইরানের চাবাহার বন্দর হয়ে গম পৌছবে আফগানিস্তানে।