Friday, March 29, 2024
কলকাতাদেশ

রাষ্ট্রসংঘে শহিদ জওয়ানের ছবি দেখিয়ে পাকিস্তানকে পালটা আক্রমণ ভারতের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর: কয়েক দিন আগে গাজায় ইজরায়েলের বিমান হানায় আহত এক কিশোরীর ভুল ছবি দেখিয়ে, সেটি ভারতের বলে দাবি করে বসলেন রাষ্ট্রসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি। স্থায়ী প্রতিনিধির সেই দাবি মিথ্যা বলে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছিল পাকিস্তানের।

পাকিস্তানের মিথ্যাচারের যোগ্য জবাব দিল ভারতীয় প্রতিনিধি। পাকিস্তানের মুখোশ খুলতে নিহত সেনা আধিকারিক উমর ফৈয়াজের ছবি তুলে ধরেন ভারতীয় মিশনের সবথেকে জুনিয়র ডিপ্লোম্যাট পৌলমী ত্রিপাঠি। তিনি বলেন, “চলতি বছরের মে মাসে উমর ফৈয়জকে কাশ্মীরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে টেনে হিঁচড়ে বের করে এনে নৃশংসভাবে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। এটাই হল বাস্তব চিত্র। আর গাজার জাল ছবি দেখিয়ে কাশ্মীরের বলে বিভ্রান্ত করার চেষ্টা করছিল পাকিস্তান।”