আমি রিকশা চালাতে পছন্দ করি: মমতা
হুগলি: সম্প্রতি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটি চালিয়ে হাজরা থেকে নবান্ন পর্যন্ত গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল। যদিও তখন জানা যায়নি মুখ্যমন্ত্রী স্কুটি চালাতে পছন্দ করেন। বলাগড়ের (Balagarh) এক জনসভায় এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন, তিনি স্কুটি চালাতে পছন্দ করেন।
বলাগড়ে তৃণমূল প্রার্থী করেছে দলিত সাহিত্য অ্যাকাডেমির চেয়ারম্যান মনোরঞ্জন ব্যাপারীকে। যিনি এক সময় রিকশা চালাতেন, নিজে রান্না করতেন।
এদিন সভায় সে কথাই তুলে ধরেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, মনোরঞ্জন ব্যাপারী নিজে রিকশা চালিয়ে নমিনেশন ফাইল পড়তে গিয়েছিলেন। এটা কি ফ্যাক্ট। তখন পাশ থেকে একজন বলেন, হ্যাঁ দিদি উনি (মনোরঞ্জন ব্যাপারী) গিয়েছিলেন। এটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভালো। আমি নিজেও রিকশা চালাতে পছন্দ করি, স্কুটি চালাতে পছন্দ করি। সব কাজ নিজে করতে ভালোবাসি।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভা সম্পর্কে আমরা আগেই জেনেছি। সমসাময়িক বিভিন্ন ঘটনার বিরুদ্ধে তনি প্রতিবাদ জানিয়েছেন তাঁর কবিতার মাধ্যমে। গর্জে উঠেছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

