Saturday, April 27, 2024
দেশ

আমি সংখ্যালঘুদের পক্ষে, ওদের বাদ দিয়ে কাজ করতে পারব না: মমতা

বসিরহাট: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সবচেয়ে বড় অভিযোগ হল, তিনি সংখ্যালঘু তোষণ করেন। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়ায়ায় আয়োজিত জনসভায় মমতা বলেন, তিনি কাউকে তোষণ করেন না। তবে তিনি অবশ্যই সংখ্যালঘুদের পক্ষে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাকে প্রশ্ন করা হয়, তুমি কেন সংখ্যালঘুদের পক্ষে? এ রাজ্যে ৩১% সংখ্যালঘু। তাদের বাদ দিয়ে সব কাজ করতে হবে? আমি তা পারব না। তাই আমি সংখ্যালঘুদের পক্ষে।’’

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেন, বিজেপি ভারতের মাটিতে বিভেদের রাজনীতি কায়েম করছে। মানুষে মানুষে দাঙ্গা বাধাচ্ছে। কিন্তু মনে রাখা উচিত, সরকার মানে সেটা জনগণের সরকার হওয়া উচিত। সেখানে কোনো জাতপাত ও বিভেদ থাকা উচিত নয়।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘‘আমি তো দুর্গাপুজো করি, আবার ইফতার-বড়দিনেও যাই। এটাই আমাদের সংস্কৃতি। এরা এখন স্বামী বিবেকানন্দের চেয়েও বড় হিন্দু হতে চাইছে। স্বামীজি সব ধর্মের জন্য রাখা হুঁকো খেয়েছিলেন। তাঁর কি জাত গিয়েছিল?’’ এর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শুনলাম এক জন গুজরাটের প্রচারে আজানের সময় ভাষণ বন্ধ করে দিয়েছেন। আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু ভোটের সময় এই নাটক কেন? যখন দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে তখন মুখে রা-টি নেই। গুজরাতে যা হয় বাংলায় তা হয় না।’’