Wednesday, November 19, 2025
বিনোদন

রাম হবেন হৃতিক, সীতা দীপিকা, বলিউডে আসছে বিরাট বাজেটের থ্রিডি রামায়ণ

মুম্বাই: ফের বড়পর্দায় আসছে রামায়ণ (Ramayana)। চলচ্চিত্র নির্মাতা মধু মন্টানা (Madhu Mantena) বড় বাজেটের এই ছবি তৈরি করতে চলেছেন। মধু মন্টেনার এই রামায়ণ হবে থ্রিডি। এতে রামের (Ram) চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং সীতা (Sita) হবেন দিপিকা পাড়ুকোন (Deepika Padukone)।

বলিউড সূত্রের খবর, এই ছবির বাজেট হবে ৩০০ কোটি টাকা। এই ছবির পরিচালনা করবেন নীতিশ তিওয়ারি (Nitesh Tiwari)। মধু মন্টানা বলেছেন, রামায়ণ তাঁর ড্রিম প্রোজেক্ট। ইতিমধ্যেই এই ছবির কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, রামায়ণ বিশাল এক মহাকাব্য, ৩ ঘণ্টায় গোটা কাহিনী একটি সিনেমার মতো করে তুলে ধরা সম্ভব নয়। তাই দুই ভাগে এই মহাকাব্য বড় পর্দায় আনার কথা জানিয়েছেন তিনি।

তবে অনেক আগেই তাঁর এই স্বপ্নের প্রোজেক্টের কাজ সম্পন্ন হয়ে যেত। তবে মাঝে নিজেদের প্রযোজনা সংস্থা ‘ফ্যান্টম ফিল্ম (Phantom Films)’ ভেঙে যায়। ফলে জটিলতায় কারণে পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। পরে মন্টেনা নিজেই বাকি তিন অংশীদারের কাছ থেকে পুরো মালিকানা কিনে নেন। এখন তিনি একাই ওই প্রযোজনা সংস্থা মালিক।

তবে শুধু রামায়ণ নয়, মহাভারত নিয়েও ছবি করতে চলেছে বলিউড। থ্রিডি এই ছবির পরিচালনা করবেন বাহুবলী পরিচালক এসএস রাজামৌলী। প্রযোজনায় রয়েছেন আমির খান। খরচ অন্তত ১০০০ কোটি টাকা। যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ। এ বছরের দীপাবলীতে মুক্তি পেতে পারে নয়া এই মহাভারত।

জানা গেছে, নয়া এই মহাভারতে অমিতাভ বচ্চন হবেন ভীষ্ম, আমির খান শ্রীকৃষ্ণ, অর্জুন রামপাল যুধিষ্ঠির, বাহুবলী খ্যাত প্রভাস হবেন ভীম, কর্ণ হবেন হৃতিক রোশন, দীপিকা হবেন দ্রৌপদী। ফারহান আখতার অর্জুন এবং দুর্যোধন হবেন অজয় দেবগণ।