Thursday, November 13, 2025
দেশ

এ তো সবে ‘ট্রেলার’, দিল্লির বিস্ফোরণস্থল থেকে হুমকি চিঠি উদ্ধার

নয়াদিল্লি: রাজধানী দিল্লির ইজরায়েলের দূতাবাসের কাছে আইইডি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের পাকড়াও করার চেষ্টা করছে দিল্লি পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিস্ফোরণস্থলের কাছে একটি আধপোড়া গোলাপি ওড়না এবং একটি চিঠি উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই চিঠিটি ইজরায়েলের রাষ্ট্রদূতের উদ্দেশে করা লেখা হয়েছিল। বিস্ফোরণস্থল থেকে ১২ গজ দূরে ওই চিঠিটি মিলেছে। চিঠি থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হচ্ছে। ওই চিঠিতে এই ঘটনাকে ‘ট্রেলার’ বলা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে, ইরানের সেনা কম্যান্ডার সুলেমানী আর ইরানের নিউক্লিয়ার সাইন্টিস্ট মোহসিন ফখরজাদেহর হত্যার বদলা নেওয়া হবে।

সুত্রের খবর, এই মামলার তদন্তে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদও যোগ দিতে পারে। এদিকে, বিস্ফোরণস্থলের একটি গাছের পিছন থেকে লুকানো একটি ক্যামেরাও পাওয়া গিয়েছে। ওই ক্যামেরা থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে।

এএনআই সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে এক ক্যাবের চালকের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ওই গাড়ি থেকে যে দু’জন ব্যক্তি নামেন, তাদের বিষয়ে খোঁজ করা হয়েছে। চালকের বয়ানের ভিত্তিতে দু’জনের স্কেচ আঁকা হচ্ছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল। যার জেরে বিস্ফোরণস্থলে ছোট গর্ত তৈরি হয়েছে। আরডিএক্স ব্যবহার করা হলে বিস্ফোরণের তীব্রতা আরও বেশি হতে পারত। শনিবার সকালে বিস্ফোরণস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশাল সেল। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়।