সহিংসতা ঠেকাতে হন্ডুরাসে জরুরি অবস্থা জারি

তেগুসিগালপা: হন্ডুরাসে নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে শুক্রবার রাত থেকে ১০ দিনের জন্য গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

সরকারি সমন্বয়ক জর্জ রামোন হার্নানদেজ আলসেরো জানান, প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো হার্নানদেজ এ ফরমানের অনুমোদন দেন। এর আওতায় ১০ দিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত লোকজনের অবাধে চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত রবিবার দেশটিতে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ৫ দিন কেটে যাওয়ার পরও সুস্পষ্টভাবে জয় পাননি কোনো প্রার্থী। তবে ভোট গণনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সালভাদর নাসরাল্লার চাইতে সামান্য এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট হার্নানদেজ। তবে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ করতে শুরু করেছিলো নাসরুল্লার সমর্থকরা। গত ৫ দিনের সহিংসতায় একজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার ক্ষেত্রে সাংবিধানিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওর্লান্দো হার্নানদেজ পুনঃনির্বাচনের প্রচেষ্টা চালাচ্ছেন।