রাজ্য খুন ৬ জন বিজেপি কর্মী, রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের পরে হিংসা অব্যাহত। ভোটের ফল ঘোষণার পর থেকে ইতিমধ্যেই রাজ্যের ৬ বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে জানিয়েছে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার রিপোর্ট তলব করা হয়েছে। গত ২ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। তৃতীয় বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার ৬৯৩ ও ১১টি খুনের মামালা দায়ের হয়েছিল। সেবারও ভোটের পরেও হিংসা অব্যাহত থাকে। ভোটের পর ওই বছর ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে মোট ৮৫২ টি মামলার রিপোর্ট কমিশনকে পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে ৬১ জনকে খুন করা হয়েছিল।
২০১৯ সালে প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) দেওয়া তথ্য অনুয়ায়ী, রাজনৈতিক খুনের ঘটনায় সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে উপরে রয়েছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।