Friday, April 19, 2024
দেশ

মুঘলদের পর এবার ইতিহাস থেকে নিজামদের নাম মুছে ফেলার ঘোষণা দিলেন হিমন্ত বিশ্বশর্মা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার তিনি ইতিহাস থেকে নিজামদের নাম মুছে ফেলার পক্ষে মতপ্রকাশ করেছেন। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালেএক বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ইতিমধ্যেই ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। রাম মন্দির নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সেদিন আর খুব দূরে নেই হায়দরাবাদ থেকে নিজামের নাম, ওয়াইসির নাম মুছে ফেলা হবে। ইতিহাস সাক্ষী আছে বাবর, ঔরঙ্গজেব, নিজামরা ভারতে বেশিদিন টেঁকেনি।’

হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ভারত জেগে উঠেছে। যারা ছদ্ম-ধর্মনিরপেক্ষতা বা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের আর গ্রহণ করবে না দেশবাসী। তেলেঙ্গানা যেভাবে নিজামের শাসন থেকে স্বাধীনতা পেয়েছে, শীঘ্রই নিজাম, ওয়াইসির নাম ইতিহাস থেকে মুছে মুছে ফেলা হবে। আমি নিশ্চিত যে নিজামের উত্তরাধিকার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং ভারতীয় সভ্যতার উপর ভিত্তি করে একটি নতুন সংস্কৃতির উদ্ভব হবে।’

বিজেপি নেতার এই মন্তব্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। টিআরএস বিধায়করা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কলভাকুন্তলা হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী কলভাকুন্তলা বলেছেন, ‘বিজেপি তেলেঙ্গানার গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চায়। সেটা হিমন্তর কথায় স্পষ্ট হল। বিজেপি ঐক্যের ভাবনাকে এত ভয় পায় কেন?’

এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল বলেন, ‘বিজেপি নেতারা কী বলে তাতে আমরা পাত্তা দিই না। কোনও বিজেপি নেতা, আসাদউদ্দিন ওয়াইসির কথা উল্লেখ না করে তাদের বক্তব্য শেষ করা যায় না। সেই ওয়াইসিই দেশের সেরা সংসদ সদস্যের পুরস্কার পেয়েছেন। তার নাম মুছে ফেলা হবে বলে আপনি কী বলতে চাইছেন? আপনার উদ্দেশ্য কী?’