Friday, March 29, 2024
রাজ্য​

মোদী এবং বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলেন বাম নেতার পুত্রবধূ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলেন বামপন্থী নেতা পুত্রবধূ। বীজপুর কেন্দ্রের পাঁচবারের বিধায়ক জগদীশ দাস। প্রভাবশালী বামপন্থী নেতা হিসেবে যথেষ্ট খ্যাতি রয়েছে তাঁর। জগদীশ দাসের পুত্রবধূ সোমা দাস সোমবার বিজেপিতে যোগ দিলেন।

এদিন সোমা দাসের হাতে বিজেপির পতাকা তুলে দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শ্বশুরের দল ছেড়ে জগদ্দলের মজদুর ভবনে গিয়ে গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন সোমা দাস।

বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে সোমা দাস বলেন, ‘বাড়িতে সবাই বামপন্থী। কিন্তু আমি কখনো সক্রিয় রাজনীতি করিনি। কখনও বামদের সঙ্গে যুক্ত ছিলাম না। একটা পদ্ধতি রয়েছে বিজেপিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির আদর্শে আমি বিশ্বাস করি। আগামী দিনে বীজপুরে ঘুরে দাঁড়াবে বিজেপি।’

সোমা দাস বিজেপিতে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, ‘বামপন্থী পরিবার থেকে সোমা দেবীর বিজেপিতে যোগদানের ফলে বীজপুরে গেরুয়া শিবিরের শক্তি অনেকটাই বেড়ে গেল।’