Wednesday, October 9, 2024
দেশ

বুধবার পর্যন্ত জ্ঞানবাপি মসজিদে এএসআই সার্ভেতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বারাণসী আদালতের নির্দেশে সোমবার থেকে শুরু হয়েছিল জ্ঞানবাপী মসজিদের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’। এই সমীক্ষার বিরোধিতায় সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়াকে আপাতত বুধবার অবধি সার্ভেতে বারণ করে দিল সুপ্রিম কোর্ট। 

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সার্ভে। পাশাপাশি , মুসলিম পক্ষকে আগামী বুধবারের মধ্যে হাইকোর্টে যাওয়ার সময় দিয়েছে শীর্ষ আদালত।

বারাণসীর আদালত জানিয়েছিল, ভিডিওগ্রাফির মাধ্যমে সার্ভে করতে হবে। সেই মতো সোমবার ভিডিওগ্রাফির মাধ্যমে শুরু হয় সার্ভে। ২৪ জন আধিকারিক মসজিদের ভিতরে ঢুকে পড়েন। এলাকায় বিরাট সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু সার্ভের সময় হিন্দু মুসলিম দুই পক্ষকেই উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু মুসলিম পক্ষ উপস্থিত হয়নি। তাঁদের অভিযোগ, তেমন ভাবে তাঁদের নোটিস দিয়ে কিছু জানানো হয়নি। এরপর সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয় এবং বুধবার পর্যন্ত এএসআই সার্ভেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার বিকাল ৫টা পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশের নির্দেশ তার মধ্য মুসলিম পক্ষকে এলাহাবাদ হাইকোর্টে গিয়ে আবেদন জানাতে হবে। 

উল্লেখ্য, বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে জ্ঞাপবাপী মসজিদ। হিন্দু সংগঠনের দাবি এখানে আগে শিব মন্দির ছিল। মসজিদের ভেতরের কুঁয়োতে শিব লিঙ্গ রয়েছে। সেখানে গিয়ে পুজো করার জন্য অনুমতি চেয়ে প্রথমে হিন্দু মহিলারা দ্বারস্থ হয়েছিল বারাণসী আদালতের। প্রথম একদফায় এএসআই সার্ভে হয়ে গিয়েছে। তাতে নাকি হিন্দু স্থাপত্যের একাধিক নিদর্শন পাওয়া গেছে।