Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

ব্রিটিশ-পাকিস্তানি ধর্ম প্রচারকের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ব্রিটিশ-পাকিস্তানি নাগরিক তথা ধর্ম প্রচারকের বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ উঠল। ব্রিটিশ-পাকিস্তানি ধর্ম প্রচারক আনজেম চৌধুরীকে সোমবার লন্ডনের আদালতের তরফে তিনটি সন্ত্রাস-সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই ফের আন্তর্জাতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আনজেম চৌধুরী একজন ইসলামিক ধর্ম প্রচারক। কয়েক বছর আগে তিনি জেল থেকে মুক্তি পান। জেল থেকে মুক্তির কয়েক বছরের মধ্যে ফের আনজেম চৌধুরী ফের সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ তোলা হয়েছে ব্রিটেনের তরফে।

৫৬ বছরের আনজেম একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষের সমর্থন এবং তাঁদের উৎসাহিত করছেন বলে অভিযোগ। এমনকি নিষিদ্ধ সংগঠনের প্রতি মানুষকে আকৃষ্ট করতে বিভিন্ন জমায়েতে আনজেম বক্তৃতা করতেন বলেও খবর।

আনজেমের পাশাপাশি ২৮ বছর বয়সী আরও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ২৮ বছর বয়সী হাসানের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ।