জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর অনুমতি দিলো বারাণসী আদালত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: জ্ঞানবাপী মসজিদের সম্পূর্ণ অংশে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে বৈজ্ঞানিক সমীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বারাণসী আদালত। শুক্রবার আদালত এ সংক্রান্ত মামলার শুনানিতে এই অনুমতি দেওয়া হয়েছে।
তবে সুপ্রিম কোর্টের নির্দেশনায় সিলগালা করা মসজিদের অজুখানায় সমীক্ষা চালাতে অনুমতি দেওয়া হয়নি।
এই মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধি বিষ্ণু শঙ্কর জৈন বলেন, আমার আবেদন মঞ্জুর করা হয়েছে। আদালত সিল করা ওজুখানা (জলের চৌবাচ্চা) বাদ দিয়ে জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সে সমীক্ষা চালাতে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা এএসআই-কে নির্দেশ দিয়েছে।
জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাতে চলতি বছরের মে মাসে চার হিন্দু নারী ভক্ত আবেদন করেন। তাঁরা দাবি করেন, কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে অবস্থিত জ্ঞানবাপী মসজিদে একটি প্রাচীন হিন্দু মন্দিরের চিহ্ন রয়েছে।
বিষ্ণু শঙ্কর জৈন এর আগে বলেছিলেন, তিনি যুক্তি দিয়েছিলেন যে, কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপি মসজিদ বিরোধ শুধুমাত্র পুরো মসজিদ কমপ্লেক্সের প্রত্নতাত্ত্বিক তদন্তের মাধ্যমে সমাধান করা যেতে পারে।