Saturday, April 20, 2024
দেশ

টার্গেট ২০২১, বিজেপিতে যোগ দিয়েই ঘোষণা করলেন মুকুল রায়

নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দিলেন। শুক্রবার বিকেলে রাজধানী দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটিতে যোগ দেন তৃণমূলের প্রধান মমতা ব্যানার্জির একসময়ের ছায়াসঙ্গী মুকুল রায়।

কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বিজেপি সদর দপ্তরে পৌঁছান মুকুল রায়। সেখানে প্রথমে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে তার বৈঠক হয়। তারপরই সাংবাদিক বৈঠক ডেকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে মুকুল রায়ের যোগদানের কথা ঘোষণা করেন দলের মুখপাত্র তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সাংবাদিক বৈঠকেই মুকুল রায়ের হাতে দলের সদস্য পদের স্লিপ তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়। মুকুলকে পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে দলে স্বাগতও জানান তিনি। যোগদানের পর মুকুল রায় বলেন, বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়, ধর্মনিরপেক্ষ দল। ২০২১ সালে বিজেপির নেতৃত্বে নতুন সরকার আসবে বাংলায়।

মুকুল রায় (৬৩) তৃণমূলের সহপ্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯৮ সালে দল গঠন করার সময় থেকেই তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন।