Tuesday, April 23, 2024
দেশ

কোচিতে জাহাজ বিস্ফোরণে নিহত ৫

কোচি: কোচিতে সকালে জাহাজ মেরামতির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি জাহাজ সারাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। তবে প্রবল ধোঁয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধোঁয়ায় দমবন্ধ হয়েই ওই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। জখমদের বেশিরভাগই আগুনে ঝলসে গিয়েছেন। একাধিক হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। আগুন তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে অন্যান্য কর্মীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ি।