Friday, April 19, 2024
আন্তর্জাতিক

ফিলিপাইনে ২৫১ যাত্রী নিয়ে ফেরিডুবি

ম্যানিলা, ২১ ডিসেম্বর: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ২৫১ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়ো আবহাওয়ার মধ্যে ফেরিটি ডুবে যায়। দেশটির কোস্টগার্ডের মুখপাত্র জানিয়েছে, বড় ঢেউয়ের তোড়ে ফেরিটি উল্টে গেছে, বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় রেডিওকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখন পর্যন্ত চার জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে, তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের মুখপাত্র আরমান্ড বালিলো জানান, কুয়েজন প্রদেশের পোলিলিও দ্বীপের কাছাকাছি এই দুর্ঘটনা হয়। ফেরিডুবির খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরুর জন্য দ্রুত সেখানে ছুটে যায় কোস্ট গার্ডের নৌকা ও সেনাবাহিনীর হেলিকপ্টার।

বালিলো বলেন, ‘আমরা প্রাণহানির ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু এখনও ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।’

কোস্টগার্ড জানিয়েছে, ২৮০ জন ছিল ফেরিতে তবে সেটি ধারণক্ষমতার অতিরিক্ত ছিল না। ঝড়ঝঞ্ঝার কারণে ফিলিপাইনে প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় টেমবিন শুক্রবার ফিলিপাইন উপকূলে আঘাত হানতে পারে। বড়দিন উপলক্ষে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করা মানুষদের সতর্কতার আহ্বান জানিয়ে ছিল দেশটির সরকার।