Monday, November 17, 2025
দেশ

প্রত্যেক ভারতীয়র কাছে এটি অত্যন্ত গর্বের, ভ্যাকসিন ভারতে তৈরি হয়েছে: মোদী

নয়াদিল্লি: আজ সরকারিভাবে একসাথে দুটি ভ্যাকসিনের অনুমোদন দিলো ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের অনুমোদনের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ডিসিজিআইয়ের অনুমতি দেওয়ার হলে ফলে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে। এদিন সাংবাদিক বৈঠকে ডিসিজিআইয়ের জেনারেল ভি জি সোমানি বলেছেন, দু’টি টিকাই নিরাপদ। তাই এই দুটি টিকাকে অনুমোদন দেওয়া হল। পাশাপাশি, জাইদাস ক্যাডিলা হেল্থকেয়ারের তৈরি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালেও দেওয়া হল ছাড়পত্র।

ডিসিজিআই জানিয়েছে, ভ্যাকসিন নিরাপদ। তবে যে কোনও ভ্যাকসিনেই সামান্য ব্যথা, জ্বর ও অ্যালার্জির মতো কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই বলে কেউ গুজবে কান দেবেন না।

ডিসিজিআইয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়র কাছে এটি অত্যন্ত গর্বের, ভারতেই তৈরি হয়েছে ভ্যাকসিন। টুইটে প্রধানমন্ত্রী বলেন, দেশের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশকে করোনা মুক্ত করতে এটা খুবই জরুরি ছিল। সকল গবেষক ও বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই।

মোদী বলেন, আজকে যে দুটি ভ্যাকসিনের অনুমোদন পেয়েছে দুটিই ভারতে তৈরি হয়েছে। আত্মনির্ভর ভারত গড়তে আমাদের বিজ্ঞানীরা যে কতটা উৎসাহী- আগ্রহী এটাতেই তা প্রমাণিত হল। উল্লেখ্য, কোভ্যাক্সিন তৈরি করেছে ভারত বায়োটেক। অন্যদিকে, কোভিশিল্ড তৈরি করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা। যেটির উৎপাদন করছে পুনের সেরাম ইনস্টিটিউট।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।