Monday, November 17, 2025
দেশ

কোভিশিল্ড-কোভ্যাক্সিনকে ভারতে চূড়ান্ত অনুমোদন, ‘অভিনন্দন ভারত’: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ভারতে সরকারিভাবে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোলার-জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। এরপরেই প্রধানমন্ত্রী ডিসিজিআইকে শুভেচ্ছা জানিয়েছেন। নমোর টুইট, ‘অভিনন্দন ভারত’।

রবিবার সরকারিভাবে কোভিশিল্ড এবংকোভ্যাক্সিনকে ব্যবহারের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে ডিসিজিআই। তাঁরা জানিয়েছে, কোভিশিল্ডের সুরক্ষা-নিশ্চয়তা ৭০ শতাংশের বেশি। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় রাখা যাবে।

সাংবাদিক বৈঠকে ডিসিজিআই জানিয়েছে, ক্নিনিকাল ট্রায়ালে অংশ নেওয়া ২৩,৭৪৫ জন গ্রহণকারীর সুরক্ষা, কার্যকারিতা এবং অনাক্রম্যতা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা হয়েছে। সার্বিকভাবে এই টিকা ৭০.৪২ শতাংশ কার্যকারি। সেই রিপোর্টের ভিত্তিতে কোভিশিল্ডকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা কোভিশিল্ড তৈরি করেছে। ভ্যাকসিনটি উৎপাদন করছে পুণের সেরাম ইন্সটিটিউটে। অন্যদিকে, ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাক্সিন।

কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে ভারতে অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেন, করোনার বিরুদ্ধে উদ্দীপ্ত লড়াইকে আরও শক্তিশালী করবে এই সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে করোনা-মুক্ত, সুস্থ দেশ গড়ার রাস্তা আরও সুগম হবে। অভিনন্দন ভারত। আমাদের বিজ্ঞানী ও উদ্ভাবকদের অভিনন্দন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।