Thursday, November 13, 2025
রাজ্য​

তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা, পিরজাদাকেই সমর্থন করবে মিম: ওয়াইসি

কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রায় বাংলার প্রতিটা দলই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। আগেই জানা গিয়েছিল হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়াইসির মিম বাংলার বিধানসভা ভোটে প্রার্থী দেবে। সেই বিষয়টি আজ নিশ্চিত হল। রবিবার পশ্চিমবঙ্গে আসেন AIMIM প্রধান ওয়াইসি। এদিন সকালে ফুরফুরা শরিফে পৌঁছে পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করেন তিনি।

ওয়াইসি-সিদ্দিকির বৈঠক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বৈঠক শেষে ওয়াইসি বলেন, বাংলায় দলের কাজ শুরু হয়ে গেছে। ফুরফুরা শরিফের আব্বাস উদ্দিনের নেতৃত্বে এগিয়ে যাব। বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকিকে সমর্থন করবে মিম। আব্বাস উদ্দিন যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তকেই সমর্থন করবে মিম।

উল্লেখ্য, বিহার বিধানসভা ভোটে ৫টি আসন জয়ের পর আসাদউদ্দিন ওয়েইসি ঘোষণা দিয়েছিলেন, মিম বাংলার বিধানসভা ভোটে প্রার্থী দেবে। মিমের টার্গেট মুসলিম অধ্যুষিত মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম ভোটার। যার ফলে রাজ্যের শাসক দল তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা পড়বে। এতে করে বাড়তি সুবিধা পাবে গেরুয়া শিবির এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, বিহারের ফলাফলের থেকেই এইআইএমআইএম-এর টার্গেট পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট। বেশিরভাগ কংগ্রেস নেতারা এটিকে বিজেপির “বি-দল” বলে অভিহিত করেছেন। মিম বিহারে এনডিএ জোটকে হিন্দু ভোট পাইয়ে দিতে সহায়তা করেছিল। এবার বাংলার বিধানসভা ভোটেও সেটাই হবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মুসলিম ভোট পাবে মিম, বিজেপি পাবে হিন্দু ভোট। যা এতদিন তৃণমূল যে সংখ্যালঘু ভোট পেত সেটাতে আঘাত হানবে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।