Saturday, April 20, 2024
Latestদেশ

বিদেশি অনুদানে গরমিল, বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করলো ইডি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিতর্কে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)। আয়কর বিভাগের পর এবার ইডির নজরে বিবিসি। বিদেশি অনুদান সংক্রান্ত লেনদেনে গরমিলের অভিযোগে FEMA আইনে সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করছে ইডি।

জানা গেছে, ইতিমধ্যেই বিদেশি লেনদেন নিয়ন্ত্রক আইন বা ফেমা আইনে বিবিসির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। পাশাপাশি, সংস্থার কাছে বিদেশি অনুদান সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে।

এছাড়া, বিবিসির সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে ইডি। এই ঘটনায় এখনও পর্যন্ত বিবিসির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।