Saturday, July 27, 2024
দেশ

গণতন্ত্র রাজপরিবারের নির্বোধ পুত্রের ক্ষমতায় না আসা নিশ্চিত করে: অমিত শাহ

আহমেদাবাদ: ফের পরিবারতন্ত্র ইস্যুতে বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পুলওয়ামায় জঙ্গি হামলায় আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করার উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলি পরিবারতন্ত্রের উপর ভর করে রাজনীতি করছে।

অমিত শাহ বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা গৃহীত হয়েছে যাতে কোনও রাজপরিবারের “নির্বোধ পুত্র” ক্ষমতায় না আসে। তিনি বলেন, বিরোধী দলগুলি একটি নতুন পরিবারতান্ত্রিক ব্যবস্থা তৈরি করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি কৌতুকে পরিণত করেছে।

বিজেপি সভাপতি বলেন, রাজতন্ত্রে একটা সমস্যা ছিল। রাজার ছেলে যদি বোকা হন তবেও তিনি রাজা হবেন। অমিত শাহর প্রশ্ন, কিন্তু কেউ যদি যোগ্য না হয় তবুও কেবলমাত্র আমার ছেলে বলেই কি প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার হতে পারে?

অমিত শাহ বলেন, ভারতের ৭০ বছরের ইতিহাসে প্রথমবার জাতি, বর্ণ, পরিবারতন্ত্র ও তোষামোদের রাজনীতির ঊর্ধ্বে দেশ চালাচ্ছে এই সরকার। যদি আর ১৫ বছর পাই তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভারত সুপার পাওয়ারে পরিণত হবে। তিনি বলেন, যদি আপনারা আশীর্বাদ দেন, তবে আমরা নরেন্দ্র মোদী পার্ট ২ দেখতে পাব।