Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

তিনজন চিকিৎসক মৃত বলে ঘোষণা করার পর বেঁচে উঠলেন মৃত!

কারাগারের এক বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। ক্রমশ তার পরিস্থিতি অবনতি হতে থাকে। চিকিৎসকরা তার বাঁচার আশা এক প্রকার ছেড়ে দেন। ঘণ্টাখানেক পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন। তাও আবার তিন তিনজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছিলেন।

এনডিটিভি জানায়, তিন জনই রায় দেন মারা গেছেন ঐ বন্দি। কিন্তু চিকিৎসকদের ভুল প্রমাণিত করে অলৌকিকভাবে বেঁচে উঠেছেন ঐ বন্দি! সৌভাগ্যবান ঐ ব্যক্তির নাম গঞ্জালো মনতোয়া জিমেনেজ। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে স্পেনে।

স্পেনের টেলিভিশন টেলিসিনকোর খবরে বলা হয়, আসামি গঞ্জালোকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা দেয়ার চার ঘণ্টা পর তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সবাইকে অবাক করে দিয়ে ব্যাগের মধ্যে নড়ে ওঠেন গঞ্জালো। পুনরায় তাকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। তাঁর আত্মীয়-স্বজনরা চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।