Thursday, November 7, 2024
রাজ্য​

শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর কালী মন্দির

কলকাতা: মারণ করোনাভাইরাসের প্রকোপ রুখতে দেশজুড়ে লকডাউন জারি করা হয়। যার জেরে প্রায় আড়াই মাস বন্ধ রাখা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির। তবে শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। বুধবার মন্দির কর্তৃপক্ষ এ কথা জানায়।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ভক্তদের জন্য সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৩.৩০টা থেকে সন্ধ্যা ৬.৩০টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকবে। মন্দির কমিটির ট্রাস্টি এবং সম্পাদক কুশল চৌধুরী জানান, বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। ভক্তদের থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজড করা হবে। ভক্তদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না।

কুশল চৌধুরী জানান, কেউ ফুল বা পুজাসামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকে দর্শন করেই ফিরতে হবে ভক্তদের। পুজো দেওয়ার পর ভক্তরা মন্দির চত্ত্বরে ঘোরাফেরা করতে পারবেন না।

তিনি জানান, শুধুমাত্র মিষ্টি ও ফলমূল পুজো হিসেবে দেওয়া যাবে। সেগুলি পুরোহিতের থেকে অন্তত ৬ ফুট দুর থেকে দিতে হবে। সিদুর ও ফুল দেওয়া যাবে না। তাঁর কথায়, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে আমরা একসঙ্গে মন্দির চত্ত্বরে ৪০০ জনের বেশি মানুষকে ঢুকতে দেব না।