Saturday, July 27, 2024
দেশ

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক কংগ্রেসের

নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিল কংগ্রেস। বিরোধী দল ও নাগরিক সমাজকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধীর দল কংগ্রেস।

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, পেট্রেল, ডিজেল ও গ্যাসের ঊর্ধ্বমুখী দামের আঁচে পুড়ছে সাধারণ মানুষ। ১১ লক্ষ কোটি টাকার জ্বালানি লুঠের কথা দেশের মানুষের সামনে তুলে ধরা এবং কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর দাবিতে ১০ সেপ্টেম্বর, সোমবার ভারত বনধের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনার দাবিও জানাচ্ছে কংগ্রেস। বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিওকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান কংগ্রেস মুখপাত্র।

কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট বলেছেন, নরেন্দ্র মোদী সরকারের ঘুম ভাঙাতে সোমবার ভারত বনধ ডেকেছি আমরা। সাধারণ মানুষের উপরে বোঝা চাপিয়েছে বিজেপি সরকার বলেও অভিযোগ করেন তিনি।