Wednesday, April 23, 2025
Latestদেশ

‘গদ্দার’ কটাক্ষে শিন্ডে সেনার ক্ষোভের মুখে কুণাল কামরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডেকে নিয়ে করা ব্যঙ্গাত্মক মন্তব্য ও ভিডিওকে ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে জনপ্রিয় কৌতুকশিল্পী কুণাল কামরা। এই ঘটনায় কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এমনকি রাস্তায় চলেছে শিবসেনাদের বিক্ষোভ ও ভাঙচুর করা হয়েছে মুম্বাইয়ের এক হোটেল ও স্টুডিও।

সম্প্রতি “নয়া ভারত” শিরোনামের একটি অনুষ্ঠানে সামসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছিলেন কুণাল কামরা। যেখানে নাম না করেই গান বেঁধে দল ভেঙে বিজেপির সাথে জোট বাঁধা নিয়ে একনাথ শিন্ডেকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করা হয়। এই ভিডিওটি তিনি যখন সমাজমাধ্যমে প্রকাশ করেন তারপরই ক্ষোভে ফেটে পড়ে শিন্ডে গোষ্ঠীর নেতারা।

কুণাল কামরার এই ভিডিও ভাইরাল হওয়ার পর মুম্বাইয়ের একটি হোটেল ও যে স্টুডিও তে এই অনুষ্ঠানটি চলছিল সেখানে হামলা চালায় শিবসেনার কর্মীরা। এ বিষয়ে মহারাষ্ট্রের বিধায়ক মুরাজী প্যাটেল থানায় অভিযোগ দায়ের করে কামরার বিরুদ্ধে। শিন্ডে শিবিরের সাংসদ সঞ্জয় নিরুপম রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন “আমরা আগামীকাল রাত ১১ টায় কুণাল কামরাকে পিটিয়ে মারধর করতে পারি “। কুণালকে দেশ ছাড়া করা হবে, এমনও মন্তব্য করা হয়েছে।

এই ঘটনা গণতন্ত্রে বাকস্বাধীনতা ও ব্যঙ্গবিদ্রুপের সীমা ঠিক কতটা, তা নিয়ে তৈরী করেছে বিতর্ক। একদিকের দাবি রাজনৈতিক নেতাদের সমালোচনা ও বিদ্রুপ গণতন্ত্রের অংশ। যা বহুকাল থেকে চলে আসছে। এইধরণের ঘটনার জেরে কৌতুকশিল্পীদের স্বাধীনতা থাকাটাই আবশ্যক বলে তারা দাবি করছেন। অন্যদিকে শিবসেনার দাবি এই ঘটনা শুধুমাত্র বিদ্রুপ নয়,পরিকল্পিতভাবে রাজনীতির অপপ্রচার ও উদ্দেশ্যেপ্রনোদিত অপমান।

বর্ষা দাস

বর্ষা দাস গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় পিজি ডিপ্লোমা করেছেন। অবসর সময়ে ঘুরতে, লেখালেখি করতে ভালোবাসেন।