Monday, June 24, 2024
দেশ

মহাদেবের জটায় ফণা তুলছে স্বয়ং নাগরাজ, মুহূর্তেই ভাইরাল ভিডিও

হায়দরাবাদ: বছরের চতুর্থ শ্রাবণ মাসকে স্বয়ং মহাদেবের মাস মনে করা হয়। সারা বছর ধরেই শিবের আরাধনা করেন ভক্তরা। তবু শ্রাবণ মাস যেন শিবের উপাসকদের কাছে একটু বিশেষ। এই মাসেই মহাদেবের মাথায় জল ঢালতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে বাঁখে জল নিয়ে বিভিন্ন তীর্থস্থানে ভিড় জমান মানুষ। আর সেই শ্রাবণ মাসেই মহাদেবের মাথায় স্বয়ং নাগরাজ। শিবের মূর্তির চূড়ায় ফণা তুলে রয়েছে কালো কেউটে। খবর ছড়াতেই হইচই পড়ে যায় তেলাঙ্গানার করিমনগর জেলায়। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটি।

মহাদেবের মাথায় স্বয়ং নাগরাজকে দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার করিমনগর এলাকায়। এখানেই বিশাল উঁচু একটি শিবের মূর্তি রয়েছে। হঠাৎ দেখা যায়, সেই মূর্তির জটায় পেঁচিয়ে রয়েছে একটি কেউটে। ফণা তুলছে মাথার পাশ থেকে। বিকাল পাঁচটার দিকে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সঙ্গে সঙ্গে শত শত মানুষ ভিড় জমায়।

মহাদেবের মাথায় স্বয়ং নাগরাজের সামনে অনেকেই সেলফি তুলতে শুরু করেন। পরে অবশ্য খবর দেওয়া হয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। তাঁরা এসে সাপটিকে উদ্ধার করে।