Friday, March 29, 2024
দেশ

মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, বললেন সুজন চক্রবর্তী

গতকাল নজরুল মঞ্চে DA বৃদ্ধির ঘোষণা সময় সরকারি কর্মীদের চুড়ান্ত অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী জানুয়ারিতে ১৫% DA দেওয়া হবে ৷ সব সরকারি কর্মীরাই DA পাবেন ৷’ “শুধু ঘেউ-ঘেউ, ফেউ-ফেউ করে লাভ নেই!” রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এরকম অশালীন ভাষা!

প্রশ্ন উঠছে রাজ্যের সরকারি কর্মীরা কি তাহলে কুকুর?

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী সমালোচনা করে টুইটারে বলেন “মুখ্যমন্ত্রী কি দয়ার দান দিচ্ছেন? ৫৪% এর মধ্যে মাত্র ১৫% DA, সেটিও আবার ঘোষনার ৪ মাস পর! রাজ্যের সবথেকে নিচু তলার সরকারি কর্মীরাও মাসে ৩ হাজার টাকা কম বেতন পাচ্ছেন, যাদের উপর দাঁড়িয়ে আছে সরকারের বুনিয়াদ! একটু উচুতলার ক্ষেত্রে পার্থক্যটা ১০০০০-১২০০০!”

তিনি আরও বলেন, সরকারি কর্মীদের উদ্দেশ্যে এরকম অশালীন ভাষা ব্যবহার করার জন্যে মুখ্যমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।