Thursday, September 28, 2023
FEATUREDআন্তর্জাতিক

চিনে রোজা রাখায় ১০০ জন গ্রেফতার

বিশ্ব জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে ইসলামিক স্টেট। তাই চিন সরকার বরাবরই মুসলিমদের বিরুদ্ধে বিভন্ন ধর্মীয় বিধিনিষেধ আরোপ করে আসছে। স্থানীয় প্রশাসন ঘোষনা করে চিনে রমজান মাসে রোজা রাখা যাবে না। মহিলাদের বোরখা পরা যাবে না। কিন্তু জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমরা এই নিয়ম অমান্য করায় ১০০ জনকে গ্রেফতার করেছে স্থানীয় প্রসাশন।

বিভন্ন গোয়ান্দা সংস্থার রিপোর্টের দাবি, বিভন্ন সময়ে জিনজিয়াং প্রদেশের মুসলিমরা নাশকতার সাথে যুক্ত ছিলেন। অনেকবার উইঘুর সম্প্রদায় তাদের এই বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করলেও চিন সরকার সেটিকে নাশকতা হিসাবেই দেখেছে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও চিন মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিভন্ন ধর্মীয় বিধিনিষেধ আরোপ করে আসছিল। মুসলিম পুরুষরা মুখে দাড়ি ও মহিলারা বোরকা পরতে পারবেন না। চলতি বছর এপ্রিলে এক নির্দেশিকা জারি করে চিন সরকারের পক্ষ থেকে শিশুদের ইসলামি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।