Saturday, July 27, 2024
দেশ

পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার ৮৫% দিয়েছে কেন্দ্র, রাজ্যকে দিতে হয়েছে ১৫%: নির্মলা সীতারমন

নয়াদিল্লি: লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল। এর আগে রেলমন্ত্রক দাবি করেছিল, স্পেশ্যাল এই ট্রেনগুলি চালাতে ৮৫ শতাংশই ভর্তুকি দিচ্ছে তাঁরা। বাকি ১৫ শতাংশ দিচ্ছে রাজ্য। রবিবার ২০ লাখ কোটি টাকার নরেন্দ্র মোদীর নয়া আর্থিক প্যাকেজের ঘোষণার শেষ পর্যায়ের বিস্তারিত বিবরণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, শ্রমিক স্পেশাল ট্রেনের ৮৫ শতাংশ ভাড়া কেন্দ্রীয় সরকার দিয়েছে। বাকি ১৫ শতাংশ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে দিতে হয়েছে৷ নির্মলা সীতারমন আরও জানান, শুধু শ্রমিকদের ট্রেনের ভাড়ার ৮৫ শতাংশই দিয়ে ক্ষান্ত হয়নি সরকার, ট্রেনে পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থাও করেছে কেন্দ্রীয় সরকার।


উল্লেখ্য, এর আগে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগারওয়াল জানান, কেন্দ্রীয় সরকার প্রথমে বলেছিল রাজ্যগুলিকে পরিবহণের ব্যবস্থা করতে। রাজ্যগুলি তখন বলে, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করুক কেন্দ্র। এরপর ঠিক হয় শ্রমিকদের ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ দেবে রেল। বাকি ১৫ শতাংশ দেবে রাজ্য।

যদিও অভিযোগ বাড়ি ফিরতে অনেক শ্রমিককেই টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। শ্রমিকদের অনেকেই অভিযোগ, ট্রেনের ভাড়া বিনামূল্যে ছিল না। আমাদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে।