Tuesday, December 10, 2024
দেশ

CBSE বোর্ডের দশম শ্রেণিতে পাশের হার ৯৯.০৪ শতাংশ

নয়াদিল্লি: মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ প্রকাশিত হলো CBSE বোর্ডের দশম শ্রেণির ফলাফল। করোনা পরিস্থিতির জেরে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হয়েছে। এবছর পাশের হার ৯৯.০৪ শতাংশ। যা গতবারের থেকে ৮ শতাংশ বেশি। ২০২০ সালে পাশের হার ছিল ৯১.৪৬ শতাংশ।

চলতি বছর পড়ুয়ার সংখ্যা ছিল প্রায় ১৮ লাখ। রেজাল্ট দেখতে ভিজিট করুন

cbseresult.nic.in ওয়েবসাইটে।

সিবিএসই দশম শ্রেণির ফলাফলে দক্ষিণ ভারতের রাজ্যগুলির পরীক্ষার্থীরা দারুণ রেজাল্ট করেছে। তিরুঅনন্তপুরম জোনে সিবিএসই দশম শ্রেণির পাশের হার ৯৯.৯৯ শতাংশ। বেঙ্গালুরুতে ৯৯.৯৬ শতাংশ।

এদিকে, উত্তর পূর্ব ভারতের অসমের গুয়াহাটিতে  সিবিএসই দশম শ্রেণির পাশের হার ৯০.৫৪ শতাংশ।