Saturday, April 27, 2024
আন্তর্জাতিক

কাতালোনিয়ার নেতা পুজডেমনের আত্মসমর্পণ

কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত নেতা কার্লেস পুজডেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা বেলজিয়ামের পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

ওই পাঁচ কাতালান নেতা স্থানীয় সময় রবিবার সকালে বেলজিয়ামের ফেডারেল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। সে সময় তাদের সঙ্গে তাদের আইনজীবীরাও ছিলেন।

কাতালোনিয়ায় স্বাধীনতার ওপর গণভোটের পর মাদ্রিদ সেখানে প্রত্যক্ষ শাসন জারি করলে কার্লেস পুজডেমন বেলজিয়ামে পালিয়ে যান। ওই গণভোটকে স্পেনের আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করে।

পুজডেমন বলেছিলেন, তিনি সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্পেনে ফিরবেন না।

তিনি এবং তার চারজন সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, দেশদ্রোহিতা, সরকার তহবিলের অপব্যবহার, আইন অমান্য, এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

কার্লেস পুজডেমন এবং তার চারজন সাবেক উপদেষ্টা

কার্লেস পুজডেমনের সহযোগীরাও এখন পুলিশের হেফাজতে রয়েছেন। এরা হলেন সাবেক কৃষিমন্ত্রী মেরিটশেল সেরেট, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এ্যান্টনি কোমিন, সাবেক সংস্কৃতিমন্ত্রী লুইস পুইজ, এবং সাবেক শিক্ষামন্ত্রী ক্লারা পোনসেটি। বিবিসি