Saturday, July 27, 2024
আন্তর্জাতিক

ইতালির নতুন প্রধানমন্ত্রী কার্লো কোতারেল্লি

রোম: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা কার্লো কোত্তারেল্লি ইতালির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশটিতে সাংবিধানিক সংকট শুরু হওয়ার পর নতুন সরকার গঠনের লক্ষ্যে সোমবার কার্লোকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা। এর ফলে কোনও অরাজনৈতিক ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন কোতারেল্লি।

জানা গিয়েছে, গত ৪ মার্চ দেশটিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনও দলই এককভাবে সরকার গঠনে ব্যর্থ হয়। নির্বাচনে দেশটির দুটি রাজনৈতিক দল ‘ফাইভ স্টার’ ৩২ শতাংশ ও কট্টর ডানপন্থী লিগ পার্টি ১৮ শতাংশ ভোট পায়। তখন থেকেই সরকার শূন্য রয়েছে ইতালি।

ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনে ব্যর্থ হওয়ার জোট সরকার গঠনে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে যায়। পরে ওই দুই দল সরকার গঠনে ঐক্যমতে পৌঁছায়। প্রধানমন্ত্রী পদের জন্য আলোচনায় ছিলেন জুসেপ্পে কন্তে। কিন্তু কন্তের পছন্দের অর্থমন্ত্রীকে নিয়োগে আপত্তি জানান প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা। আর এ কারণেই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন না বলে জানিয়েছেন কন্তে।

এদিকে, প্রেসিডেন্ট সের্জিও মাতারেল্লা ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রী কোত্তারেল্লি দেশটিতে শিগগিরই নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন। ২০১৮ সালের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুতে দেশটির জাতীয় নির্বাচনের আগে এই সরকার দেশ পরিচালনা করবে।