Wednesday, April 23, 2025
Latestরাজ্য​

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদ। এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিলেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর গঠিত বিশেষ বেঞ্চ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান, মুর্শিদাবাদের একাধিক এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও হিংসা ক্রমবর্ধমান, রাজ্য পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। তার জেরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়।

বেঞ্চ জানায়, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম কর্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও অবনতি না হয়, তার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।” সেই নির্দেশ মোতাবেক নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যৌথ উদ্যোগে অবিলম্বে বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও জানায়, “এধরনের ঘটনার অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। এই মুহূর্তে প্রধান লক্ষ্য মুর্শিদাবাদে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনা। প্রয়োজনে অন্য জায়গাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে। “