২০২৪ লোকসভা ভোটের আগেই বাংলায় লাগু করা হবে হবে সিএএ: সুকান্ত মজুমদার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে ফের নাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯ (সিএএ) প্রসঙ্গ তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, ‘বিজেপি বরাবরই বলে এসেছে আজ নয়তো কাল, দেশজুড়ে সিএএ লাগু হবেই। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে বলছি, পশ্চিমবঙ্গে যত উদ্বাস্তু রয়েছে, আমি তাদের আশ্বস্ত করছি সিএএ কার্যকর করা হবে।’
১৪ আগষ্ট রাজ্যজুড়ে বিজেপি বিভাজন বিভীষিকা দিবস পালন করবে বিজেপি। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘এইদিনই ভারত মাতাকে ত্রিখন্ডিত করা হয়েছিল। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং মাঝখানে হিন্দুদের জন্য ভারত। এইদিন জেলায় জেলায় মৌন মিছিল করা হবে।’
সিএএ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘সিএএ আর এনআরসি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। একটির সঙ্গে আরেকটিকে গোলাবেন না। বাঘ আর ডায়নোসরের প্রজাতি যেমন আলাদা। তেমনি সিএএ আর NRC আলাদা।’
সুকান্ত মজুমদার বলেন, ‘স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর উপর আমাদের ভরসা রয়েছে। ২০২৪ লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে সিএএ লাগু করেই ছাড়বো।’
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইন প্রণয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে সিএএ বিধি প্রণয়নের জন্য সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময় চেয়েছে। কমিটি সময়ও মঞ্জুর করেছে। এই নিয়ে অষ্টমবার বাড়তি সময় চাইলো স্বরাষ্ট্রমন্ত্রক।
সিএএ-তে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বুদ্ধ এবং জৈন সম্প্রদায়ের মানুষদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।