Sunday, September 15, 2024
রাজ্য​

গোটা দেশ দেখেছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল রক্তের খেলা খেলেছে, ভোট লুট করেছে: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ফের বাংলায় পঞ্চায়েত নির্বাচনের হিংসার ঘটনা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোলাঘাটে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। সেখানেই পঞ্চায়েত ভোটে অশান্তির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

মোদী বলেন, ‘ভোট লুট করা হয়েছে। এমনকি জয়ের পরেও প্রাণঘাতী হামলা চালাচ্ছে তৃণমূল। বিরোধীরা যাতে প্রার্থী না দিতে পারে সেজন্য তড়িঘড়ি ভোটের দিন ঘোষণা করা হয়েছে। গোটা দেশ দেখেছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল রক্তের খেলা খেলেছে।’

মোদী বলেন, ‘তৃণমূলের সঙ্গে গুণ্ডাদের চুক্তি হয়েছিল পোলিং বুথ দখলের জন্য। গণনার দিন তারা দখলদারি করেছে। মারাত্মক ভাবে হামলা করেছে তারা।’

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের দিন অবাধে ভোট লুঠ, ছাপ্পার অভিযোগ ওঠে। গণতন্ত্রের উৎসব বদলে যায় রক্তের হোলিতে। ভোটের দিনই পশ্চিমবঙ্গে শাসক-বিরোধী মিলিয়ে ১৬ জনের মৃত্যু হয়।