Saturday, July 27, 2024
দেশ

মধ্যপ্রদেশে এবিভিপি ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য হলেন শিক্ষক, ভাইরাল ভিডিও

ইন্দোর: অপরাধ ছিল ছাত্রদের স্লোগানে নিষেধ করা। তারই প্রাপ্য এবিভিবি করা ছাত্রদের পা ছুঁয়ে শেষ অবধি ক্ষমা চাইতে হল শিক্ষককে। ক্লাস নিচ্ছিলেন এসময় বাইরে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল এবিভিপির সদস্যরা। ছাত্রদের স্লোগানে ক্লাস নিতে সমস্যা হচ্ছিল শিক্ষকের। তাই তিনি ক্লাসের বাইরে এসে ছাত্রদের স্লোগান দিতে বারণ করেন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মন্দাসৌরের রাজীব গান্ধী পিজি কলেজে।

দীনেশ গুপ্তা কলেজে পড়াচ্ছিলেন। ক্লাসরুমের বাইরে তখন স্লোগান দিতে দিতে এবিভিপি সমর্থকেরা যাচ্ছিলেন। সমর্থকদের মুখে ছিল ভারত মাতা কি জয় স্লোগান। তবে চিৎকার শুনে শিক্ষক স্লোগান বন্ধ করে মিছিল নিয়ে যেতে বলেন। তাতেই ক্ষেপে ওঠে এবিভিপি সমর্থকেরা। কলেজের শিক্ষককে দেশদ্রোহী বলে গালমন্দ শুরু হয়। এমনকি শিক্ষককে হুমকি দেয় এবিভিবির ছাত্ররা, সঙ্গে ক্ষমা চাইতেও বলা হয়।

শেষ পর্যন্ত ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাইতে হয় শিক্ষককে। এভাবে ছাত্রদের পা ছুঁয়ে ক্ষমা চাওয়ার ঘটনায় নিন্দার ঝড় চারিদিকে। শিক্ষা গুরু হিসেবে যাকে সম্মান করে ছাত্ররা, তাকেই কিনা এভাবে হুমকি ও শাসানি। কোন পথে ছাত্র সমাজ, উঠছে প্রশ্ন।