‘ধর্ষণ ও খুনের ঘটনায় ১৫ দিনে দোষীদের সাজা দেওয়া হোক’, দাবি জানিয়ে মোদীকে চিঠি মমতার
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কড়া আইনের দাবি জানিয়ে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মমতা লিখেছেন, যেভাবে সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ ও খুনের ঘটনার বাড়ছে, তাতে তিনি উদ্বিগ্ন। ১৫ দিনের মধ্যে দোষীদের সাজা দেওয়া যায়, দেশজুড়ে এমন কেন্দ্রীয় আইন আনুক কেন্দ্র।
এদিকে, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সবর হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘‘গত ১০ দিনে গোটা দেশ যখন আরজি কর কান্ডের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে, সুবিচারের দাবি করছে। ঠিক তখনই দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। ভারতের বিভিন্ন প্রান্তে ৯০০ জনকে ধর্ষণ করা হয়েছে। প্রতিদিন গড়ে ৯০টি ধর্ষণের ঘটনার রিপোর্ট লেখানো হয়েছে অর্থাৎ প্রত্যেক ঘণ্টায় ৪টি এবং প্রত্যেক ১৫ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে।’’
অভিষেকের মতে, ‘দেশে ধর্ষণবিরোধী কঠোর আইন জরুরি হয়ে পড়েছে। ৫০ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে কঠোর শাস্তি দিতে হবে। সমস্ত রাজ্যগুলির উচিত এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করা এবং কঠোর ধর্ষণ বিরোধী আইন প্রণয়নের ব্যবস্থা করা।’