Thursday, September 19, 2024
দেশ

‘সংসদে মহিলা সাংসদের উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছঁড়ে অশালীন আচরণ করেছেন রাহুল গান্ধী’, চাঞ্চল্যকর অভিযোগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দীর্ঘদিন পর বুধবার সংসদে ফিরেছেন রাহুল গান্ধী। আর রাহুল সংসদে ফিরলেই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হলো। সংসদে মহিলা সাংসদের উদ্দেশ্যে ‘উড়ন্ত চুম্বন’ ছুঁড়ে ‘অশালীন’ আচরণ করেছেন বলে অভিযোগ করা হয় বিজেপি তরফে। অধিবেশন কক্ষ ছেড়ে যাওয়ার সময় নাকি স্মৃতি ইরানির দিকে রাহুল ‘উড়ন্ত চুম্বন’ ছুঁড়েছেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে স্মৃতি ইরানি বলেন, ‘আমার আগে বক্তব্য রাখা ব্যক্তি খুবই খারাপ ব্যবহার করে সংসদ ছেড়েছেন। মহিলা সংসদ সদস্যদের উদ্দেশে তিনি ফ্লাইং কিসের ইঙ্গিত করেছেন। শুধুমাত্র একজন অসামাজিক পুরুষই এমনটা করতে পারেন। এতেই বোঝা যায় তিনি কোন সংস্কৃতি থেকে এসেছেন এবং তাঁর পরিবার ও দল মহিলাদের কেমন সম্মান করে। এর আগে দেশের সংসদে কখনও এই ধরনের আচরণ দেখা যায়নি।’ 

বিজেপি সাংসদ শোভা করন্দলাজে-সহ বিজেপির আরও ২১ জনের স্বাক্ষর সম্বলিত চিঠি অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়েছে বলে খবর। এহেন ‘অশালীন’ আচরণের জন্য যাতে রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়, সে বিষয়ে দাবি জানিয়েছে বিজেপির সাংসদরা। 


এদিকে, বিষয়ে এখনও পর্যন্ত রাহুল গান্ধী কিংবা কংগ্রেসের তরফে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি।


উল্লেখ্য, এর আগে সংসদে বসে চোখ মারতে দেখা গেছে রাহুল গান্ধীকে। আবার সটান গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুকে জড়িয়ে ধরতেও দেখা গেছে।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানির কাছেই পরাজিত হয়েছিলেন রাহুল গান্ধী।