ভূস্বর্গে তেরঙ্গা যাত্রার আয়োজন করলো জম্মু ও কাশ্মীর পুলিশ, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত; দেখুন ভিডিও
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপত্যকার সাম্বা জেলায় বুধবার তেরঙ্গা যাত্রার (Tiranga Rally) আয়োজন করলো জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) উদ্যোগে। তেরঙ্গা যাত্রায় স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষও যোগদান করেন।
সংবাদসংস্থা পিটিআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে পড়ুয়াদের ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনি দিতে।
দেখুন সেই ভিডিও-
VIDEO | Jammu and Kashmir Police organised Tiranga Rally in Samba district, earlier today. pic.twitter.com/BmnU2SgyqO
— Press Trust of India (@PTI_News) August 9, 2023