Friday, April 26, 2024
দেশ

নির্বাচনী রণনীতি ঠিক করতে জাতীয় সম্পাদকদের নিয়ে বৈঠকে জেপি নাড্ডা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভা ভোট। তার আগে বিভিন্ন পর্যায়ের ভোটও রয়েছে। রণনীতি প্রস্তুত করতে দিল্লির বিজেপি সদর দফতরে দলের জাতীয় সম্পাদকদের নিয়ে বৈঠকে করলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। বুধবার সন্ধ্যার এই বৈঠকে আসন্ন নির্বাচনে দলের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে গত কয়েকমাসে দলের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। লোকসভা প্রবাস (Lok Sabha Pravas)-সহ বিজেপির বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দেশের মধ্যে দুর্বল লোকসভা আসনগুলি চিহ্নিত করার চেষ্টা করছে এর মাধ্যমে।

উল্লেখ্য, বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়েকে লোকসভা প্রবাস কমিটির আহ্বায়কের দায়িত্ব রয়েছেন।

২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি যে ১৬০টি আসনে খারাপ ফল করেছিল, সেগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা ও মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রণনীতি প্রস্তুত করতে শুরু করেছে গেরুয়া শিবির।

পাশাপাশি, বাজেটের সুফল নিয়ে জনগণকে অভিহিত করতে বিশেষ প্রচার করা হবে।