Friday, April 19, 2024
খেলা

চিনা সংস্থা ভিভোর বদলে আইপিএলের নয়া স্পনসর হতে চলেছে টাটা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের সেই স্মৃতি আজও দেশবাসীর মনে তরতাজা। ওই ঘটনার পরে ইতিমধ্যেই ভারতজুড়ে চিনা পণ্য বয়কটের হিড়িক পড়েছে। আজও সেই ধারা অব্যাহত। এরই মধ্যে মঙ্গলবার জানা গেল, আইপিএলের নতুন স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ।

আইপিএলের চেয়ারমান ব্রিজেশ প্যাটেল মঙ্গলবার জানিয়েছেন, ‘এবছর আইপিএলের স্পন্সর হতে চলেছে টাটা গ্রুপ। চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলের টাইটেল স্পন্সর হতে চলেছে টাটা।’

আগামী দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএলের। তবে কত টাকার বিনিময়ে এই চুক্তি হচ্ছে সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। উল্লেখ্য, ভিভোর সঙ্গে আইপিএলের ২ বছরের চুক্তি হয়েছিল। গালওয়ান সংঘর্ষের পরে ভিভোকে সরিয়ে দেওয়া দাবি উঠেছিল।

প্রসঙ্গত, এবছর আইপিএল অনুষ্ঠিত হবে ১০টি দলকে নিয়ে। নতুন করে আমেদাবাদ এবং লখনউ যোগ দিয়েছে আইপিএলে। আগামী ১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম।