Saturday, April 20, 2024
দেশ

উত্তরপ্রদেশে ৭ দফা, মণিপুরে ২ দফা, গোয়া, উত্তরাখণ্ড, পাঞ্জাবে ১ দফায় বিধানসভা ভোট: নির্বাচন কমিশন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই আবহে শনিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। কোভিড বিধি মেনেই এই পাঁচ রাজ্যের ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। ১০ মার্চ এই ৫ রাজ্যেরই বিধানসভা ভোটের ফল প্রকাশ।

শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে, উত্তরপ্রদেশ ৭ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা, ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফা এবং ৭ মার্চ সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।

উত্তরপ্রদেশ বাদে একমাত্র মণিপুরেই দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরের ৬০টি আসনে দুই দফায় ভোট হবে। এছাড়া উত্তরাখণ্ড, গোয়া ও পাঞ্জাবে এক দফায় ভোট গ্রহণ সম্পন্ন হবে।

১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে এক দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পাঞ্জাব, গোয়াতেও এক দফায় ১৪ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মণিপুরে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ৩ মার্চ।