Friday, December 13, 2024
দেশ

অযোধ্যার রাম মন্দিরের নির্মাণের কাজ ৭০ শতাংশ শেষ, সামনে এল গর্ভগৃহের ছবি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জোরকদমে এগিয়ে চলেছে রাম মন্দিরের নির্মাণ কাজ। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই মন্দিরের গর্ভগৃহের ছবি সামনে নিয়ে এসেছেন। টুইটে তিনি জানিয়েছেন, ‘এটাই সেই গর্ভগৃহ, যেখানে অধিষ্ঠান করবেন শ্রী প্রভু রাম লালা।’

রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারিতে মন্দিরে রাম লালার মূর্তি স্থাপন করা হবে।

রাম মন্দির ট্রাস্টের এক সদস্য জানিয়েছেন, ‘মন্দির নির্মাণের কাজ প্রায় ৭০ শতাংশই শেষ। গর্ভগৃহের নিচে ১৭০টি স্তম্ভ থাকবে। মন্দির নির্মাণের জন্য নেপাল থেকে বিশেষ শিলা আনা হয়েছে।

সূত্রের খবর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।