Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

গুরু পূর্ণিমায় আমেরিকার টেক্সাসে সম্মিলিত কণ্ঠে গীতা পাঠ করলেন ১০ হাজার মানুষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়লো আমেরিকা। গুরু পূর্ণিমার দিন আমেরিকায় দেখা গেল এক অসাধারণ দৃশ্য। একসঙ্গে সমবেত হয়ে ১০ হাজার মানুষ ভগবত গীতা পাঠ করছেন। আমেরিকার (America) মাটিতে এহেন দৃশ্য দেখলো গোটা বিশ্ববাসী। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভিডিওতে দেখা যায়, ১০ হাজার মানুষ একসাথে ভগবত গীতা পাঠ করছেন।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আলেন ইস্ট সেন্টারে একসঙ্গে ১০ হাজার মানুষ সমবেত হয়ে গীতা পাঠ করেন। সকল বয়সী মানুষরা উপস্থিত ছিলেন। এর আগে আমেরিকায় একসঙ্গে জমায়েত হয়ে এত বড় মাপের গীতা পাঠের অনুষ্ঠান হয়নি। এই অনুষ্ঠানের আয়োজন করে যোগ সঙ্গীত ট্রাস্ট আমেরিকা এবং এমজিসি গীতা ফাউন্ডেশন।


এটাই প্রথম নয়, এর আগেও স্বামী সচ্চিদানন্দ আমেরিকায় ভগবত গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছেন। গত কয়েক বছর ধরে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করছেন। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু আধ্যাত্মিকতা ছড়িয়ে দিচ্ছেন তিনি।